সত্য সাঁই বাবার শিক্ষা আমাদের প্রতি নিয়াত সমৃদ্ধ করে : ঐশ্বর্য্য

আজ খবর (বাংলা), [দেশ] পুরতাপূর্তি , অন্ধ্রপ্রদেশ, ১৯/১১/২০২৫ : বুধবার অন্ধ্রপ্রদেশের পুরতাপূর্তিতে শ্রী সত্য সাঁই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য্য রাই। তিনি সত্য সাই বাবার নীতি , শিক্ষা ও আদর্শের কথা তুলে ধরেন। তিনি বলেন “শ্রী সত্য সাঁই বাবার শিক্ষা প্রতি নিয়ত আমাদের সমৃদ্ধ করে।”
বুধবার এই অনুষ্ঠানে ঐশ্বর্য্য বলেন, “ভগবান শ্রী সত্য সাই বাবা প্রায়শই ৫টি “ডি”-র কথা বলেন। ইংরেজি অক্ষর দিয়ে শুরু সেই পাঁচটি শব্দের মানেগুলি হল শৃঙ্খলা, নিষ্ঠা, ভক্তি, সংকল্প ও বৈষম্য। এই পাঁচটি গুণাবলী মানুষের জীবনে অপরিহার্য্য।” ঐশ্বর্য্য সত্য সাই বাবার একজন ভক্ত হিসেবেই এই কথাগুলি এদিন বলেছেন।
পদ্মশ্রী ঐশ্বর্য রাই আরও বলেন, “ভগবান শ্রী সত্য সাঁই বাবার ভাবধারা ও শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমি মনে করি সমগ্র পৃথিবীতে একটিই জাতি আছে, তা হল মানবতার জাতি। একটিই ধর্ম আছে, সেটা হলো ভালোবাসার ধর্ম। একটিই ভাষা আছে, সেটা হলো হৃদয়ের ভাষা এবং একমাত্র ঈশ্বর আছেন এবং তিনি সর্বব্যাপী।”
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারের এই অনুষ্ঠানে পুরতাপূর্তিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু , জি কিষেন রেড্ডি , অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু এবং উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদীও।
![]()