দিল্লী বিস্ফোরণের মূল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে চাইছে তদন্তকারী এজেন্সি

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২৫ : দিল্লী বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে ফরিদাবাদ পুলিশ আজ একটি লাল রঙের ইকো স্পোর্টস গাড়িকে বাজেয়াপ্ত করেছে।
দিল্লীর প্লেট নম্বরওলা এই গাড়িটির মালিকও দিল্লী বিস্ফোরণ ষড়যন্ত্রের সাথে যুক্ত হিসেবে ধৃত ড: উমর উন নবী বলে মনে করা হচ্ছে। পুলিশ মনে করছে এই গাড়িটিও সেদিন বিস্ফোরণের ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল. এই গাড়িটিকে আজ ফরিদাবাদ পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে। এই গাড়িটির প্লেট নম্বর হল DL10CK0458.
সূত্র মারফত জানা যাচ্ছে দিল্লী বিস্ফোরণের দিন অর্থাৎ গত সোমবার উমর উন নবী রামলীলা ময়দানের কাছে আসিফ আলী রোডের একটি মসজিদে কাটিয়েছিল . সোমবার এই মসজিদ থেকে বেরিয়ে সে সোজা চলে যায় সুনেহরী মসজিদের পার্কিং লটে। দুপুর ৩:১৯ নাগাদ সে তার গাড়ি ওই পার্কিং লটে পাৰ্ক করেছিল। তার এই গন্তব্য পরিবর্তনের বিষয়টি ফোনের লোকেশন ট্র্যাক করেও বোঝা গিয়েছে। . এদিকে আল-ফালাহ মেডিকেল কলেজ থেকে আরও এক ডাক্তার আজ বেপাত্তা হয়ে গিয়েছে। তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।
![]()