দিল্লীর বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত অমিত শাহের 

দিল্লী জুড়ে কড়া  প্রহরা পুলিশের 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : মহসিনের নিথর দেহ যখন মিরাটে তার বাড়িতে পৌঁছালো, তখন তার পাড়া পড়শীর কেউই বিশ্বাস করতে পারছিল না. প্রতিদিন যে প্রাণবন্ত ছেলেটিকে দেখা যেত, আজ থেকে তাকে আর দেখতে পাওয়া যাবে না। 

গতকাল দিল্লীর বিস্ফোরণে প্রাণ গিয়েছে মহসিনের।  দেশের শত্রু উগ্রপন্থীরা বাঁচতে দিলো না মহসিনকে। ছেলেটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু তা আর হলো না।মহসিনের সাথে গতকাল  ব্যবসায়ী লোকেশ আগরওয়াল নামে আরও একজন ছিলেন বিস্ফোরণের সময় । তাঁর খবর এখনো মেলে নি।  মিরাটে মহসিনের পাড়ার লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। শোকে পাথর হয়ে গিয়েছে  মহসিনের বাবা মা আর বাড়ির লোক। 

দিল্লীর লাল কেল্লার কাছে গতকাল সন্ধ্যেবেলায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ৯ জনের প্রাণ গিয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় ৪টি গাড়ি, ৬টি রিক্সা আর কয়েকটি বাইক পুড়ে গিয়েছে।  দিল্লী জুড়ে আতঙ্কের পরিবেশ, পুলিশি প্রহরা বেশ আঁটোসাঁটো।

এই ঘটনার পর পরই একটি উচ্চ পর্যায়ের তদন্ত করার কাজে নেমে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তদন্ত করার কাজে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন, সেই বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরোর গোবিন্দ মোহন, এনআইএর ডিরেক্টর তপন ডেকা, দিল্লীর পুলিশ কমিশনার সতীশ গোলচা।  এছাড়াও জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলীন  প্রভাত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এই ঘটনার পিছনে থাকা কাউকেই  রেয়াত করা হবে না।”


Loading

Leave a Comment