দার্জিলিং পাহাড় বাকি রাজ্যের থেকে আলাদা : জিটিএ

আজ খবর (বাংলা), [রাজ্য], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৮/১১/২০২৫ : ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি দার্জিলিং এর স্কুলে স্কুলে গাওয়া হবে না বলে জানিয়ে দিলেন জিটিএ প্রধান অনীত থাপা।.
পশ্চিমবঙ্গ সরকার একটি অধ্যাদেশ জারি করে বলেছে যে রাজ্যের নিম্ন থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত প্রত্যেক স্কুলে জাতীয় সংগীতের আগে ‘বাংলার মাটি,বাংলার জল’ গানটি গাইতে হবে প্রার্থনা সঙ্গীত হিসেবে। দার্জিলিং শহরে এই অধ্যাদেশ নিয়ে জল্পনা চলছিল। গতকাল জিটিএ থেকে বলা হয়েছে, “রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ করা হবে না দার্জিলিং পাহাড়ে। এখানে জাতীয় সংগীতের আগে বিভিন্ন স্কুলে যেভাবে আগে অন্যান্য প্রার্থনা সঙ্গীত গাওয়া হত, সেভাবেই ঐ গানগুলি গাওয়া হবে। সুতরাং জিটিএ অঞ্চলে রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ হবে না।”
কারন হিসেবে জিটিএর তরফ থেকে বলা হয়েছে, “যেহেতু পাহাড়ের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি আলাদা, যেহেতু দার্জিলিঙের মানুষ প্রতিটি ধর্ম ও ঐতিহ্যকে সম্মানের সাথে দেখে, যেহেতু দার্জিলিঙের মানুষের স্বতন্ত্র মূল্যবোধ রয়েছেএবং জিটিএ দার্জিলিং পাহাড়ে সায়ত্ব শাসন চালায়, তাই এই গানটিকে পাহাড়ের স্কুলগুলিতে গাওয়া হবে না।”
![]()