“বিশ্বের যে কোনো দেশ থেকে তেল নিন, রাশিয়া থেকে নেবেন না”, ভারতকে আমেরিকা

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের প্রতি সুর নরম করল আমেরিকা  

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৫/০৯/২০২৫ :  ভারতের বিরুদ্ধে আমেরিকার শুল্ক নীতি ভারতকে শাস্তি দেওয়ার জন্যে করা হয় নি। আমেরিকা শুধু এটাই চায় যে ভারত বিশ্বের যে কোনো দেশ থেকে তেল কিনুক, কিন্তু রাশিয়া থেকে যেন না কেনে। 

একটি সাংবাদিক বৈঠকে মার্কিন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, “ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করুক। ভারত রাশিয়ার থেকে তেল কেনে কারন সেই তেল অনেকটাই সস্তা পড়ে।  কম দামে তেল কেনার জন্যেই ভারত রাশিয়ার থেকে তেল আমদানি করে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যার হাত ভারত মজবুত করছে, সে প্রতি সপ্তাহে ইউক্রেনে মানুষ মেরেই চলেছে। সেই ব্যক্তিকে বলবান করে তুলতে চাইছে ভারত ? এটা মেনে নেওয়া যায় না।”

ক্রিস রাইট এদিন এএনআই  সাংবাদিককে  বলেন, “আমরা চাই ইউক্রেনে যে হত্যালীলা শুরু হয়েছে তা শেষ হোক। রাশিয়ার থেকে তেল কেনা মানেই তাদের অর্থনৈতিক দিক থেকে সুবিধা করে দেওয়া।  ভারত বিশ্বের যে কোনো দেশ থেকে তেল কিনুক, কিন্তু রাশিয়া থেকে যেন না কেনে। রাশিয়া অনেক কম দামে তেল বিক্রি করে। ওদের কম দামে তেল বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। ওদের থেকে এখন আর কেউ তেল নেয় না।  আমরা চাই ভারতও  রাশিয়া থেকে তেল কেনা থেকে বিরত থাকুক।”


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment