এসএসবি আগাম সতর্ক ছিল ভারত-নেপাল সীমান্তে

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১১/০৯/২০২৫ : নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এসএসবির কড়া নজরদারিতে তারা আটকে যায়। এভাবেই ধরা পরে গিয়েছে অন্তত ৩৫ জন।
অশান্ত নেপালে অগ্নিগর্ভ মাঝেই জেল ভেঙে পালতে শুরু করেছিল দাগি আসামীরা। নেপালের ৭৭টি জেলায় অশান্তি ছড়িয়ে পড়তেই নেপালের বিভিন্ন জায়গায় থাকা জেলগুলি থেকে সহস্রাধিক আসামী পালিয়ে যায় জেল ভেঙে। জেল থেকে পালিয়ে এরা ছড়িয়ে পরে নেপালের বিভিন্ন জায়গায়। কেউ কেউ নেপাল সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করে। কিন্তু ভারতে এসএসবি সতর্ক ছিল আগে থেকেই। এই কারণেই পালিয়ে যাওয়া আসামীরা এক এক করে ধরা পড়তে থাকে।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, নেপালের জেল ভেঙে থেকে পালিয়ে এসে ভারত সীমান্ত দিয়ে গা ঢাকা দিতে গিয়ে ধরা পড়েছে অন্তত ৩৫ জন। এর মধ্যে ২২ জন ধরা পড়েছে উত্তর প্রদেশ সীমান্তে, ১০ জন ধরা পড়েছে বিহার সীমান্তে এবং ৩ জন ধরা পড়েছে পশ্চিমবঙ্গ সীমান্তে। ভারত সীমান্ত দিয়ে ঢুকে পরা আসামীদের সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে বলে জানা যাচ্ছে। ধৃতদের সীমান্ত এলাকায় বিভিন্ন চেকপোস্টে আটকে রাখা হয়েছে। নেপালের সাথে বৈঠকের পর এদেরকে ফের নেপালের হাতেই তুলে দেওয়া হবে ঠিক করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও নেপালের মধ্যে মোট ১,৭৫১ কিলোমিটার সীমান্ত বিস্তৃত রয়েছে। ভারতের উত্তরাখঙ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে রয়েছে নেপাল সীমান্ত। সাধারণ সময়ে দুই দেশের নাগরিকই উভয় দেশে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। তবে এখন সীমান্ত .পণ্য বোঝাই ট্রাকগুলিও সীমান্তে আটকে আছে ।