এখন ফাঁকা আওয়াজ করেই দিন কাটছে পাক সেনা কর্তাদের

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ইসলামাবাদ, পাকিস্তান, ০৬/০৮/২০২৫ : ফের ফাঁকা আওয়াজ দিতে শুরু করেছে পাকিস্তান। আজ পাক বিমান বাহিনীর তরফ থেকে ভারতের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে।
অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি বড় বিমানকে ধ্বংস করে দিয়েছিল। এছাড়াও পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধ বিমানঘাঁটি, রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং হ্যাঙ্গারগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল। ধূলিস্যাৎ করে দিয়েছিল পাকিস্তানে থাকা একের পর এক জঙ্গী ঘাঁটিগুলিকে। সেই সময় রীতিমত পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল ভারত।
তখন থেকেই পাক সেনা কর্তাদের মুখে তর্জন গর্জন শোনা যাচ্ছিল। আমেরিকায় গিয়ে পাক সেনা কর্তা আসিফ মুনির নানা রকম কথা বলেছিলেন ভারত সম্পর্কে। এবার পাকিস্তানের আর এক বায়ু সেনা কর্তা এয়ার ভাইস মার্শাল শাহরিয়ার খান ভারতের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, “ভারত গতবার ৬-০ স্কোর করেছিল (৫টি যুদ্ধ বিমান + ১টি সাধারণ বিমান) পরেরবার স্কোর হবে ৬০-০ (পাকিস্তানের পক্ষে), ইনশাআল্লা।” তিনি আরও বলেন, “দেশের প্রতিরক্ষায় কোনোরকম ত্যাগ স্বীকার করা হবে না।”
শাহরিয়ার খান বলেন, “পাকিস্তানের মানুষ বেশ শান্তিপ্রিয়। তাঁরা সাধারণ জীবন যাপন করেন। কিন্তু আমাদের এই শান্তির আকাঙ্খাকে কখনোই আমাদের দুর্বলতা বলে ভুল করলে হবে না.। এরপর ভারত যদি আমাদের সাথে কোনোরকম শত্রুতা করতে আসে, তাহলে তার ফল ৬-০ নয়, বরং আল্লার দোয়ায় ৬০-০ হবে. যে কোনো রকম শত্রুতার জবাব দিতে পাকিস্থান বায়ু সেনা সম্পূর্ণ প্রস্তুত আছে।”
https://shorturl.fm/7I1RC
https://shorturl.fm/eGUMg