ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে

আজ খবর (বাংলা), [রাজনীতি], খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর, ০৬/০৯/২০২৫ : বিজেপি সম্পর্কে বিধানসভায় দাঁড়িয়ে কুকথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তুলে এবার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।”
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক যেভাবে এর আগে বামেরা আর কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাজ্য থেকে। রাজ্যের পরিস্থিতি একবার দেখুন, অরাজকতা আর অব্যবস্থায় ভরে গিয়েছে। আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই। বাম সরকার আর কংগ্রেস সরকারের শেষদিকে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। একই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের শাসনেও। আগামী বিধানসভা নির্বাচনে একেবারে হেরে যাবে তৃণমূল, এবং এখন থেকে ওরা বিদায় নেবে।”
দিলীপ ঘোষ বলেন, “বিধানসভায় দাঁড়িয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এমন দিন খুব তাড়াতাড়ি আসছে, যখন রাজ্যে আর একজন বিজেপি থাকবে না। আমি বলছি খুব সত্বর সেই দিন আসতে চলেছে, যেদিন রাজ্যে আর একজন তৃণমূলী থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে ওরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রাজ্যের মানুষই ওদের বিদায় জানাবে।”