একটানা শ্যুটিং শেষ হল কার্তিক অনন্যার  ‘তু মেরি, ম্যায় তেরা’ ছবির 

একটানা ৫৭ দিন শ্যুটিং করে মনে হচ্ছিল যেন রোলার কোস্টারে আছি : কার্তিক 

কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৯/২০২৫ :  অভিনেতা কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে অভিনীত “তু  মেরি ম্যায় তেরা, তু  মেরি.”  ছবির শ্যুটিং শেষ হয়েছে। ইনস্টাগ্রামে একটিপোস্ট করে এই খবর জানিয়েছেন ছবির নায়ক কার্তিক  আরিয়ান। 

ছবির ইউনিট এবং কার্তিকের পোস্ট সূত্রে জানা গিয়েছে মাত্র ৫৭ দিন একটানা শ্যুটিং করে এই ছবির কাজ শেষ করা গিয়েছে।  এই দিনগুলো যেন রোলার কোস্টারে  কেটেছে বলে মনে করেছেন কার্তিক। তবে শ্যুটিংয়ের কাজ শেষ হাওয়ায় খুশি কার্তিক ও অনন্যা। আর এর জন্যে কার্তিক ধন্যবাদ জানিয়েছেন রেমো ডিসুজা, অম্রিত মহালনকাই ও অনীতা শ্রফ আদাজানিয়াকে। 

ছবিতে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে একসাথে অভিনয় করেছেন। এর আগে ‘পতি পত্নী আওর ওহ’ ছবিতে দুজনে একসাথে কাজ করেছিলেন। অনন্যার যথেষ্ট প্রশংসা করেছেন কার্তিক।  জ্যাকি শ্রফ এবং নীনা গুপ্তার সাথে কাজ করার অভিজ্ঞতাও ব্যক্ত করেন কার্তিক আরিয়ান। মোটামুটি লম্বা চওড়া একটা পোস্ট করে এই ছবির সুইটিংয়ের  সমাপ্তি ঘোষণা করে দেন তিনি। 

২০২৬ সালের ১৩ই ফেব্রিয়ারি কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে  অভিনীত  “তু  মেরি, ম্যায় তেরা”  ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবিটি সমীরের সাথে কার্তিকের দ্বিতীয় ছবি। এর আগে সমীর পরিচালিত ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। 


Loading

Leave a Comment