নদী প্রচন্ড খরস্রোতা থাকায় সতর্ক ছিল এনডিআরএফ

আজ খবর (বাংলা), [রাজ্য], মালবাজার, জলপাইগুড়ি, ০৪/০৯/২০২৫ : বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ জলঢাকা নদীতে পুলিসের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে করম পুজোর বিসর্জন করা হয়েছে ।
বিসর্জনের পাশাপাশি ওখানেই এক পাশে মঞ্চ বানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও ধুমধাম করে চলেছে অনুষ্ঠান। সেইসাথে পাহাড়ি জলঢাকা খরস্রোতা নদীতে সবরকম দুর্ঘটনা এড়াতে প্রস্তুত থেকেছে কলকাতার সেকেন্ড ব্যাটিলিয়ন এনডি আরএফ এর টিম। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, পঞ্চায়েত সমিতির সদস্যা রন্থি তিরকি, সমাজসেবি প্রেম ছেত্রি, উপপ্রধান সুরেশ ওরাও, অসিতাভ বোস, প্রধান রমেশ তিরকি, শীতল মিস্ত্রি সহ অনান্যরা।
প্রসঙ্গত উল্লেখ্য পাহাড়ি এই খরস্রোতা নদীতে যেকোনো হরপা বান আসতে পারে। তাই এদিন এনডি আরএফের পক্ষ জলঢাকা নদীকে নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছিল । লাইফ বোট প্রস্তুত রেখে , লাইফ জ্যাকেট পড়ে নদীর পারে এনডিআরএফ কর্মীদের একটি বাহিনী করা নজরদারি চালিয়ে দাঁড়িয়েছিল নদীর পাশে। এছাড়াও ডাউন স্ট্রিমে রোপ লাগিয়ে দেওয়া হয়েছিল। কোন দুর্ঘটনা ঘটলেই প্রস্তুত ছিল এনডি আরএফের টিম। এদিন এনডি আরএফের দলকে নেতৃত্ব দিয়েছেন ইন্সপেক্টর সুনিল বর্মন। তবে আজ ভালোয় ভালোয় কেটেছে কর্ম পূজার বিসর্জন অনুষ্ঠান।