মধ্যবিত্ত মানুষের সুবিধা হবে এই নতুন জিএসটি স্ল্যাবে। স্বাস্থ্যবীমা বাড়বে অনেকটাই।

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৪/০৯/২০২৫ : দেশের কর পরিকাঠামোয় নতুন মোড়। জিএসটি নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। নতুন ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যায়।
জিএসটি নিয়ে নতুন ঘোষণায় ছাড় দেওয়া হয়েছে মধ্যবিত্ত মানুষের ব্যবহার্য সামগ্রীতে। সেখানে দেখা যাচ্ছে, বিলাস দ্রব্যের ওপর চাপানো হয়েছে জিএসটি। নতুন ইজিএসটি স্ল্যাবে ৫% ও ১৮% এর আধিক্যই বেশি থাকছে। নতুন জিএসটি বিন্যাস অনুযায়ী মোট ১৭৫টি পণ্যের দাম কমতে চলেছে। জীবনবীমা ও স্বাস্থ্য বীমা জিএসটিমুক্ত করা হয়েছে। তারই তামাকজাত পদার্থে জিএসটি বাড়ানো হয়েছে। বিলাসবহুল দ্রব্যেও জিএসটি বাড়ানো হয়েছে। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি স্ল্যাব।
দেখে নেওয়া যাক কোনো পণ্যে জিএসটি কমে গিয়েছে। জিএসটি কমেছে ঘি, মাখন, চিজ সহ দুগ্ধজাত পণ্যে, শ্যাম্পু, চুলের তেল, শেভিং ক্রিম , ৩৩টি জীবনদায়ী ওষুধ, গ্লোকোমিটার, থার্মোম্মিটার, মেডিকেল ডায়াপার, চশমা,অক্সিজেন, ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, মোটরবাইক ও তার যন্ত্রাংশ , পাস্তা, ভুজিয়া, সস, জৈব কীটনাশক, টুথপেস্ট, টুথব্রাশ, পেন্সিল, কলম, জামাকাপড়, এসি , ডিশওয়াসার, ৩২ ইঞ্চির চেয়ে বড় সাইজের টিভি, চর্মজাত দ্রব্য, সার ও কৃষিক্ষেত্রে ব্যবহার যোগ্য সামগ্রী।
এবার তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যের দাম বেড়ে গিয়েছে। দাম বেড়েছে তামাকজাত দ্রব্য, সিগারেট, মদ (বিড়ির দাম বাড়ছে না), দামি বাইক, বিলাসবহুল গাড়ি, ঠান্ডা পানীয়, ফ্রুট জুস্ ইত্যাদি। এই নতুন জিএসটির মু লক্ষ্য হল নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্য পণ্যের চাহিদা বাড়ানো। ভোগ্যপণ্যগুলিকে আমজনতার ক্রয়ক্ষমতার আওতায় নিয়ে আসা. মার্কিন প্রশাসন ভারতের ওপর যে ৫০% কর চাপিয়েছে, তাতে করে প্রায় ৪৯ বিলিয়ন বাজার ধাক্কাখেয়েছে ভারতের। এই নতুন জিএসটি কর কাঠামো সেই ধাক্কার অনেকটাই সামাল দিতে পারবে। দেশীয় বাজার কিছুটা হলেও চাঙ্গা হতে পারবে। জিএসটি কমায় এবার স্বস্তি পাবেন মধ্যবিত্ত মানুষ। পণ্য উৎপাদন এবং তা বাজারজাত হতে খুব বেশি সময় লাগবে না।