২০২৫-২৬ এর এপ্রিল-জুন মাসের ফিসক্যাল অনুযায়ী জিডিপি বৃদ্ধি হয়েছে গতবারের তুলনায়

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৮/২০২৫ : ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-মে-জুন কোয়ার্টারে ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এই কোয়ার্টারে জিডিপি বেড়ে হয়েছে ৭.৮%, যেটা ঠিক এক বছর আগে অর্থাৎ গত অর্থবর্ষে এপ্রিল-মে-জুন মাসের কোয়ার্টারে ছিল ৬.৫%
দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, পরিসংখ্যান ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রক গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের একটা ত্রৈমাসিক এস্টিমেট প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে ভারতের জিডিপি বেড়ে হয়েছে ৭.৮% . ত্রৈমাসিক এই হিসেবটি ২০২৫-২৬ সালের এপ্রিল-মে-জুন মাসের। রিপোর্টে জানানো হয়েছে যে ভারতের এই তিন মাসের স্বাভাবিক গড় জিডিপি হল ৮.৮ %
দেখা যাচ্ছে, এগ্রিকালচার ও এলায়েড সেক্টরে বৃদ্ধির হার ৩.৭%, যেটা এই ত্রৈমাসিকে গত বছর ছিল ১.৫%, ম্যানুফ্যাকচারিং ও কন্সট্রাকশনে সামান্য হলেও বেড়েছে বৃদ্ধির হার। এছাড়া খনিজ, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ ও অন্যান্য উপযোগিতাগুলি নিজেদের স্বাভাবিক বৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বেড়েছিল ৯.২% হারে, ২০২৪-২৫ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫% এবং ২০২৫-২৬শের এই ত্রৈমাসিক ফিসক্যালে বৃদ্ধির হার রয়েছে ৭.৮%. অর্থ বর্ষের শেষে গিয়ে বোঝা যাবে জিডিপি কতটা বাড়লো বা কমল !