নিজেদের অস্তিত্ব জানান দিতে ফের মাওবাদীরাই কি তৎপর হয়ে উঠল ?

আজ খবর (বাংলা), [দেশ], হাজারীবাগ, ঝাড়খন্ড, ২৫/০৮/২০২৫ : হাজারীবাগের জঙ্গলের কাছে দুষ্কৃতীরা একের পর এক ট্রাক জ্বালিয়ে দিল। ঘটনাটি ঘটেছে গত রাত্রে পৌনে একটা নাগাদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্যরাত্রে পৌনে একটা নাগাদ দুষ্কৃতীরা হাইওয়ের ওপরে থাকা ট্রাকগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। মোট ছয়টি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলের কাছেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গলের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা অপরাধ সংঘটিত করে গা ঢাকা দিয়েছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বাহিনী। দমকলে খবর দেওয়া হয়। এরপর আগুন নেভানো হয়, তবে ট্রাকগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে। ঐ এলাকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশেপাশের জায়গাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
এক সময় এই অঞ্চলে মাওবাদীদের দাপট অনেকটাই বেড়ে গিয়েছিল। যদিও পুলিশ ও যৌথবাহিনীর তৎপরতায় তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। এখন ফের সেই মাওবাদীরাই মাথা চারা দিয়ে উঠল নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কেউ তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী বছরের মধ্যেই দেশকে মাওবাদী মুক্ত করা অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার। হাজারীবাগ জেলার বিভিন্ন সড়কে নাকাবন্দী করে তল্লাশি চালানো হচ্ছে গাড়িগুলিতে।
![]()