কেন্দ্রের আনা বিল তৃণমূলকে বিপদে ফেলতে পারে : শুভেন্দু 

অমিত শাহের পেশ করা সংবিধান সংশোধনী বিল নিয়ে আতঙ্কিত তৃণমূল :শুভেন্দু 

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০৮/২০২৫ :  কেন্দ্রের আনা সংবিধান  সংশোধনে অংশ না নেওয়ায় তৃণমূল কংগ্রেসকে একের পর এক রাজনৈতিক আক্রমণ করতে শুরু করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা  শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ওটা চোরেদের পার্টি। একটা পরিবার ঐ  পার্টিকে পরিচালনা করে. গোটা দলটাই আতঙ্কে ভুগছে। ঐ  দলের বেশিরভাগ মন্ত্রীই হয় জেলে আছেন, না হলে জেলে যাওয়ার ব্যবস্থা করে রেখেছেন।  কেন্দ্র সরকার যে বিল আনছে, তাতে ঐ  পার্টির সবাই জেলে চলে যেতে পারে বলে আতঙ্কে ভুগছে পার্টির সবাই।”

শুভেন্দু অধিকারী এদিন বলেন, “যদি তৃণমূল পার্টি কেন্দ্র সরকারের আনা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করে, তাহলে মানুষ বা বুঝে যাবে যে তাঁরা তাঁদের দলের নেতা, মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে বাঁচাতে  চাইছেন। আর কয়েক মাস পরেই এই রাজ্যে নির্বাচন হবে. তাই জেনেবুঝেই পা ফেলে এগোতে চাইছে তৃণমূলের কর্মী সদস্যরা।”

Loading

Leave a Comment