প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল উত্তরাখণ্ডের পাহাড়, মাঝরাতে মৃত্যু বালকের 

আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পর্যটন মরসুম, তার আগে কি রাস্তা সরানো সম্ভব হবে, ধ্বসে যাওয়া পাথর-বোল্ডার সরিয়ে ফেলা সম্ভৱ  হবে ? চিন্তায় পাহাড় — 

আজ খবর (বাংলা), [দেশ], সিমলা, হিমাচল প্রদেশ, ১৯/০৮/২০২৫ : দিনের পর দিন অতি বৃষ্টির ফলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র হিমাচল প্রদেশ জুড়ে। গতকাল রাতে সিমলার বেনমোর অঞ্চলে ব্যাপক ধ্বস  নামার ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় ৩০টি পরিবারকে আশ্রয়হীন হয়ে যেতে হয়েছে। বিপর্যস্ত যোগাযোগের রাস্তাও।

গতকাল রাতে প্রবল বৃষ্টির মাঝেই সিমলা থেকে জাখু হিলস যাওয়ার পথে অনেকটা জায়গা জুড়ে ধ্বস নামতে শুরু করে। এর ফলে ওই এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ হয়ে  যায়। এমনকি যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে।  রাস্তা ভেঙে যায় এবং একের পর এক গাছ উপরে পড়তে থাকে। পাহাড়ের সেই অংশে থাকা বাড়িঘর ধূলিস্যাৎ হয়ে যায়। যার জন্যে ৩০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে।  ঐ  পরিবারগুলির সদস্যদের উদ্ধার করা হয়েছে। 

এদিকে প্রবল বৃষ্টির কারণেই উত্তরখণ্ডে সোমবার গভীর রাতে ধ্বসে চাপা পড়ে  ১২ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। ধ্বসের কারণেই একটি বড় বোল্ডার এসে গুঁড়িয়ে দেয় একটি বাড়িকে। রাত্রি দুটোর সময় এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে।  এই ঘটনায় ঐ  বাড়িতে থাকা আরও চার পাঁচজন অল্প বিস্তর আহত হয়েছেন। খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও এসডিআরএফ  একটি দল। সেই উদ্ধারকারী দলই পাথর ও ধ্বংসস্তূপ সরিয়ে ঐ  বালকের মৃতদেহ উদ্ধার করে। 


Loading

Leave a Comment