নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মহুয়া মৈত্র 

নির্বাচন কমিশনের সাথে সংঘাতের ফাটল কি আরও বাড়াবে তৃণমূল, পড়ুন বিস্তারিত — 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত,  ১৮/০৮/২০২৫ :নির্বাচন কমিশনকে এবার সরাসরি আক্রমণের পথে গেলেন তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনকে কার্যত ‘সুতোয় বাঁধা পুতুল’ বলে মন্তব্য করলেন তিনি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ তত্বকে নস্যাৎ করে গতকাল নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছিল “এমন কোনো ঘটনা ঘটে নি। রাহুল গান্ধী এই ব্যাপারে হয় এফিডেভিট করে গোটা বিষয়টি জানান  নতুবা দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।  তৃতীয় কোনো বিকল্প রাহুল গান্ধীর সামনে নেই.।  যদি তিনি সাত দিনের মধ্যে এফিডেভিট করে তাঁর বক্তব্য জমা না দেন, তাহলে আমরা ধরে নেব যে তিনি ভিত্তিহীন কথা বলেছেন।” নির্বাচন কমিশনের এই ধরনের বক্তব্যকে বিরোধ করে মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে তোপ  দেগেছেন।

মহুয়া মৈত্র আজ বলেন, “নির্বাচন কমিশন গতকাল যে ধরনের কথা বলেছেন, তাতে তাদের এই বক্তব্যকে সুতোয় বাঁধা পুতুলের নির্লজ্য বয়ান বলে মনে হয়েছে। নির্বাচন কমিশন এভাবে বিরোধী দলগুলিকে আক্রমণ করতে পারে না। আমি নির্বাচন কমিশনকে আবেদন করছি তারা যেন তাদের প্রভুদের কাছে ফিরে যায়।”


Loading

Leave a Comment