SIR নিয়ে প্রবল আপত্তি, নতুন ভোটার তালিকা নিয়ে আপত্তিই নেই কারোর

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ১৪/০৮/২০২৫ : নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা প্রকাশ করেছে অন্তত ১৪ দিন পার হয়ে গিয়েছে। অথচ এখনো পর্যন্ত সেই ভোটার তালিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা দাবী জানালো না বিহারের কোনো রাজনৈতিক দল।
বিহারে এসআইআর নিয়ে ব্যাপক বিক্ষোভ চালানো হচ্ছে। প্রতিবাদের ঝড় বয়ে চলেছে রাজধানী দিল্লীতে। বিরোধী জোট ইন্ডিয়া এস আই আর নিয়ে ব্যাপক সরব হয়েছে সংসদের ভিতরে এবং বাইরে। অথচ কোনো রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটার তালিকা নিয়ে কোনো দাবী বা অভিযোগ দায়ের করে নি. অর্থাৎ সব অভিযোগ প্রতিবাদের ভাষায়, প্রকাশ্যে। কিন্তু লিখিত কোনো অভিযোগ নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ অন্তত দুই সাপ্তাহ (১৪ দিন) পার হয়ে গিয়েছে বিহারে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছেআজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ১৪/০৮/২০২৫ : নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা প্রকাশ করেছে অন্তত ১৪ দিন পার হয়ে গিয়েছে। অথচ এখনো ম্পর্যন্ত সেই ভোটার তালিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা দাবী জানালো না বিহারের কোঁপ রাজনৈতিক দল।
বিহারে এসআইআর নিয়ে ব্যাপক বিক্ষোভ অচালানো হচ্ছে। প্রতিবাদের ঝড় বয়ে চলেছে রাজধানী দিল্লীতে। বিরোধী জোট ইন্ডিয়া এস আই আর নিয়ে ব্যাপক সরব হয়েছে সংসদের ভিতরে এবং বাইরে। অথচ কোনো রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটার তালিকা নিয়ে কোনো দাবী বা অভিযোগ দায়ের করে নি. অর্থাৎ সব অভিযোগ প্রতিবাদের ভাষায়, প্রকাশ্যে। কিন্তু লিখিত কোনো অভিযোগ নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ অন্তত দুই সাপ্তাহ (১৪ দিন) পার হয়ে গিয়েছে বিহারে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে.।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারের মানুষ ব্যক্তিগতভাবে মোট ২৩,৫৫৭টি অভিযোগ ও দাবী জমা করেছে নির্বাচন কমিশনের অফিসে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ জমা পড়েনি। গোটা বিষয়টির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন।
![]()