শেরার  বাবার মৃত্যুতে তাঁর বাড়িতে পৌঁছালেন সলমন 

গত বেশ কয়েক বছর সলমন আর সেরাকে একই সাথে দেখা যেত 

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বাই, মহারাষ্ট্র, ০৮/০৮/২০২৫ :  বলিউড সুপারস্টার সলমন খানের দেহরক্ষীর নাম শেরা , এঁকে বহু মানুষ চেনেন সলমনের দেহরক্ষী হিসেবে।  এই শেরার  পিতৃ বিয়োগ হয়েছে, সেরাকে শান্তনা দিতে শেরার  বাড়িতে পৌঁছে গিয়েছেন সলমন খান.।

সুপারস্টার সলমন খানকে ছাওয়ার মত সাথে থাকেন দেহরক্ষী শেরা।  আগলে রাখেন সলমনকে সর্বক্ষণ। তাঁর পুরো নাম গুরমিত সিং জলি।  সলমনও খুব ভালোবাসেন শেরাকে।  অনেকটা যেন খুব কাছের বন্ধুর মত সম্পর্ক তাঁদের । সেই শেরার  বাবা সুন্দর সিং জলি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন।  তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর, কয়েকমাস আগেই তিনি তাঁর জন্মদিন পালন করেছিলেন।  আজ তাঁর মৃত্যুতে রীতিমত শোকাহত তাঁর ছেলে শেরা। 

সলমনের সাথে বেশ কয়েক বছরের সম্পর্ক শেরার।  শেরার  বাবার মৃত্যু সংবাদ পেয়ে শেরাদের পশ্চিম আন্ধেরির বাড়িতে পৌঁছে যান সলমন। কড়া  নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে সলমন শেরার  বাড়ির সামনে পৌঁছেই গাড়ি থেকে নামেন। বাইরে বেরিয়ে আসেন শেরা।তাঁকে দেখেই শান্তনা দিতে জড়িয়ে ধরেন সলমন। আজ শেষ কৃত্য সম্পন্ন করা হবে সুন্দরলালের, আগামী ১০ তারিখে যোগেশ্বরীর গুরুদোয়ারাতে ভোগ এবং অৱদাস  পালিত হবে শিখ ধর্মমতে। 


Loading

Leave a Comment