ভুল বকছেন মমতা : হেমন্ত বিশ্বশর্মা

উনি এসআইআরকেও এনারসি দেখছেন, কি ওঁকে বলেছে এনআরসি মানতে ? প্রশ্ন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার —

হেমন্ত বিশ্বশর্মা, মুখ্যমন্ত্রী, আসাম

আজ খবর (বাংলা) [রাজনীতি] গুয়াহাটি, আসাম, ০৮/০৮/২০২৫ : “মমতা বন্দ্যোপাধ্যায়কে কে এনআরসি মেনে নিতে বলেছে ?” প্রশ্ন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে গিয়ে বলেছেন, “SIR এর নাম করে পশ্চিমবঙ্গে NRC ষড়যন্ত্র করার চেষ্টা চলছে। আসামে প্রায় ৭ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে হিন্দু বাঙালিরাও রয়েছে। ইতিমধ্যেই কোচবিহার আর আলিপুরদুয়ারের দুজনকে আসাম থেকে NRC নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কয়েকজন সরকারি আধিকারিককে সাসপেনশন নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় বিজেপি। নির্বাচন কমিশন ওদের এজেন্টের মত আচরণ করছে।”

মমতা বলেছেন, “ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে মেনে নেবো না। বিশ্বজুড়ে প্রতিবাদ করব। পশ্চিমবঙ্গে এন আর সি মেনে নেবো না।”


মমতার এই কথার পরিপ্রেক্ষিতেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন, “কে ওঁকে NRC মেনে নিতে বলেছে ? NRC র কথা তো কেউ তোলেই নি ! গত ৫ বছরে উনি এনআরসি নিয়ে কোনো কথা বলেন নি, আর এখন ভোট কাছে আসতেই ওঁর এন আর সির কথা মনে পড়ে গেলো ? আসলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশল। এটা তাঁর ভোট কৌশল। মানুষের মধ্যে একটা এমন আতঙ্ক তিনি তৈরি করে দিতে চাইছেন, যাতে মানুষ দিশেহারা হয়ে তাঁকেই ভোট দেন। মনে হয় তিনি ভুল বকছেন।”


Loading

Leave a Comment