যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় বিপর্যয়

আজ খবর (বাংলা), [দেশ], সিমলা, হিমাচল প্রদেশ, ০২/০৮/২০২৫ : প্রচন্ড বর্ষায় বিধ্বস্ত অবস্থা সমগ্র হিমাচল প্রদেশের। বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে ধ্বস, ফলে ঐ রাজ্যের বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নদীগুলি এতটাই ফুঁসছে, যে কোনো সময়ে একটা বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে।
এই বছর বর্ষার শুরু থেকেই একটু বেশিই বৃষ্টিপাত হচ্ছে হিমাচল প্রদেশে। সব পাহাড়ি নদীগুলির অবস্থা খুব খারাপ, বইছে বিপদসীমার ওপর দিয়ে। যে কোনো দিন বড়সড় একটা বিপর্যয়ের দিন গুনছেন হিমাচলবাসী। রাজ্যের এমার্জেন্সি অপারেশন সেন্টারের বিবরণ অনুযায়ী আজ এই মুহূর্তেও নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশের বেশিরভাগ জায়গাতে। হিমাচলের সরকারি বিবৃতিতে জানা যাচ্ছে ঐ রাজ্যের জাতীয় সড়কগুলি সহ ৩৮৩টি রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে শুধুমাত্র ধ্বস নামার কারনে।
প্রতিদিন রাস্তাগুলি থেকে ধ্বস সরানোর কাজ চালানো হচ্ছে। কিন্তু ফের কোনো না কোনো জায়গায় ধ্বস নেমে যাচ্ছে। ফলে ফের রাস্তা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এতে করে হিমাচলের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হচ্ছে। এখনও পর্যন্ত ৭৪৭টি বিদ্যুৎবাহী ট্র্যান্সফর্মার নষ্ট হয়ে গিয়েছে। ২৪৯টি জল সরবরাহ প্রকল্পগুলির ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকগুলি বাড়ি ভেঙে পড়েছে, ধ্বসে পরে ভেঙে গিয়েছে গাড়ি। এখনও পর্যন্ত অতি বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে মোট ১৭৩ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে।
ক্রমেই হিমাচলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হিমাচলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষিতিগ্রস্ত হয়েছে চাম্বা জেলা, এখানে ৮৯টি রাস্তা অবরুদ্ধ হয়ে আছে. কুলুতে ৬৭টি রাস্তা বন্ধ হয়ে আছে. মান্ডিতে ১৮১ টি রাস্তা বন্ধ এবং উনাতে মোট ৩টি রাস্তা বন্ধ হয়ে আছে. লাহুল বা স্পিতির দিকটাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। ঐ দিকে অনেকগুলি রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। হিমাচল সরকার বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার রাখার ব্যবস্থা করছে। বিভিন্ন গ্রামগুলিতে ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে।
![]()