এক এক করে খুন হয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা 

এক মাসে সাতজন নেতা কর্মী খুন হয়ে যাওয়ায় চিন্তিত তৃণমূল নেতৃত্ব 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কোন্নগর, হুগলি, ০১/০৮/২০২৫ :  তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা খুন হয়ে গেলেন। এই নিয়ে গত চার সপ্তাহে মোট ৭ জন তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন। বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ২৯ তারিখে কোন্নগরের দোকান বন্ধ করে তৃণমূল কংগ্রেসের বৈঠকে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন পিন্টু চক্রবর্তী নামে  এক পঞ্চায়েত সদস্য। রাস্তাতেই তাঁর ওপর আক্রমণ চালানো হয়, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। ৩১ তারিখে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। গত চার সপ্তাহে এভাবেই একে  একে  সাতজন তৃণমূল নেতা কর্মীকে খুন হয়ে যেতে হয়েছে। এই বিষয়টিই ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে।

পিন্টু চক্রবর্তীকে কে বা করা খুন করল পুলিশ এখনও  কিছু জানাতে পারে নি। এখনও  পর্যন্ত কাউকে গ্রেফতার করাও যায় নি, তবে ঐ  এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। তৃণমূল নেতাদের অভিযোগের তীর বিজেপি ও সিপিএমের দিকে। রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ঘটনাস্থল এবং এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। আততায়ীর ব্যাপারে তিনিও কিছু বলতে পারেন নি। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর নির্ভর করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। 


Loading

Leave a Comment