আগামীকাল দীঘায় রোহিঙ্গা খেদাওয়ের ডাক শুভেন্দুর

আজ খবর (বাংলা), [রাজনীতি]ক লকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৮/২০২৫ : কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দীঘায় রোহিঙ্গা বিরোধী মিছিল করার অনুমতি পেল বিজেপি।
আগামীকাল রবিবার দীঘায় রোহিঙ্গা খেদাও মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু স্থানীয় থানা বিজেপির এই মিছিল করার আবেদনে সারা দেয় নি। পুলিশের তরফ থেকে দীঘায় মিছিল করার কোনো অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ভারতীয় জনতা পার্টির সেই আবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে দীঘায় রোহিঙ্গা বিরোধী মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, “আগামীকাল রবিবার দীঘায় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত রোহিঙ্গা বিরোধী মিছিল করতে পারবে বিজেপি। তবে সেই মিছিলে সর্বাধিক ২০০০ মানুষ থাকতে পারবেন। তার বেশি নয়।” এই মামলায় রাজ্য সরকার বা পুলিশের আপত্তি ধোঁপে টেঁকে নি। আগামীকাল এই মিছিলটির নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। আগামীকাল এই মিছিলটি দীঘা শহরের বাইপাস থেকে যুব আবাস পর্যন্ত যাবে বলে জানা গিয়েছে।
![]()