টালির চাল ভেঙে পড়ল প্রৌঢ়  দম্পতির ওপর 

টালির চাল যেভাবে ভেঙে পড়েছে ঐ  প্রৌঢ় দম্পতির ওপর তাতে যে কোনো রকম ঘটনা ঘটে যেতে পারতো –

আজ খবর (বাংলা) [রাজ্য], মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা, ৩১/০৭/২০২৫ : মহেশতলায় বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় টালির বাড়ি ভেঙে চাপা পড়লো স্বামী ও স্ত্রীর ওপর, এই ঘটনায়  আহত হয়েছেন ঐ  দু’জন।

ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া, কর্মকার পাড়ার বাসিন্দা সন্তোষ মণ্ডলের বাড়িতে।  তাঁর  এই টালির বাড়িতে স্বামী ও স্ত্রী দুজনেই থাকতেন।  অসহায় পরিবার,   তাঁদের  নেই কোন সন্তান।  কোনরকমে দিনমজুরি করে চলতো,  সংসার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বাড়ি মেরামতি করতে পারেন নি। 

বুধবার ভোরে প্রাকৃতিক দুর্যোগের কারণে   টালির বাড়ির চাল ভেঙে পড়ে  যায় নিচে এবং তার তলায়  চাপা পড়ে স্বামী ও স্ত্রী। টালির চাল চাপা পড়তেই তাঁরা আর্তনাদ করে ওঠেন, প্রবল চিৎকার করতে থাকেন।  তাঁদের চিৎকার  শুনে প্রতিবেশীরা ছুটে এসে কোনরকমে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন ।  বর্তমানে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত।  চালের  টালি  সরিয়ে জিনিসপত্র উদ্ধারের কাজ শুরু হয়েছে। . আহত দম্পতিকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা  হয়েছে।


Loading

Leave a Comment