দিনভর বৃষ্টিতে নাজেহাল দক্ষিণ বঙ্গের জনজীবন

যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, তাতে এই নিম্নচাপে বৃষ্টি শাপে বর হয়েছে বলে ধরে নেওয়া যেতেই পারে।

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০৭/২০২৫ : পূর্বাভাস মতোই সমগ্র দক্ষিণবঙ্গ ভিজল বৃষ্টির জলে। কোথাও হালকা বৃষ্টি তো কোথাও তুলকালাম বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
উত্তর বঙ্গোপসাগরে যা ছিল ঘূর্ণাবর্ত, তাই ক্রমে পরিণত হয়েছিল নিম্নচাপে। আর তার জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে, বাদ পড়েনি উত্তরবঙ্গের কয়েকটি জেলাও।
গতকাল রাতেই থেকেই এক পশলা দুই পশলা করে বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। আর আজ প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতার সর্বত্র। ফলে শহরের বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। কোথাও গোড়ালি সমান জল আর কথা হাঁটু পর্যন্ত জল। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বেশ কিছু জায়গা, পার্ক স্ট্রীট, তালতলা, বি বি গানগুলি স্ট্রীট, আমহার্স্ট স্ট্রীট, সেন্ট্রাল এভিনিউ, মুক্তরাম বাবু স্ট্রীট, ঠনঠনিয়া কালীমন্দির ছাড়াও বেস্ক কিচ্ছু এলাকায় জল জমে গিয়েছিল। পুরসভার পক্ষ থেকে পাম্পে করে সেই জল বের করার কাজ চালানো হয় দিনভর। বর্শমুখর কলকাতার চেনা ছবিটা একই রকম আছে।
কলকাতার অপর থেকে নিম্নচাপ রেখা দীঘর দিকে সরে গিয়েছে এবং মৌসুমী অক্ষরেখা মেদিনীপুরের দিকে সরে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার পূর্বদিকের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

Loading

Leave a Comment