২১ শে : শাসক-বিরোধী দুই তরফেই তৎপরতা 

রাজনীতি আর পাল্টা রাজনীতির চালে  আজ রাজ্য জুড়ে শহীদ স্মরণ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৭/২০২৫ :  ভোটের বাদ্যি বেজে গিয়েছে অনেক আগেই।  আজ ২১শে  জুলাই, সপ্তাহের প্রথম দিনেই রাজনীতিময় গোটা রাজ্য। মিছিলে মিছিলে জেরবার রাজ্যের বিভিন্ন এলাকা। 

আজ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। প্রতি বছরের মত এই বছরেও তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করছে। তৃণমূলের এই অনুষ্ঠানকে ঘিরে আজ রাজ্যের প্রায় সব প্রান্ত থেকে কলকাতায় হাজির থাকছেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। ঘাস ফুলের পতাকায় আকাশ প্রায় ঢেকে যাওয়ার উপক্রম হয়েছে। আজকের সভায় আগামী বিধানসভা ভোটের রণকৌশল মেপে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সেই নির্দেশ পেতেই আজ রাজ্যের প্রায় সব জেলা, শহর ও গ্রাম থেকে কাতারে কাতারে মানুষ জমায়েত করতে শুরু  করেছে ধর্মতলায়।

আর কিছুক্ষন পরেই ধর্মতলার মঞ্চে হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শীর্ষ নেতা নেত্রীরা। উপস্থিত হবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই নেত্রী আগামী বিধান সভা ভোট নিয়ে নির্দিষ্ট কিছু বার্তা দেবেন দলের কর্মী ও সমর্থকদের।  এই মুহূর্তে ধর্মতলা চত্বর তৃণমূল কর্মীদের ভীড়ে ঠাসা। লাগানো হয়েছে বেশ কিছু জায়ান্ট স্ক্রিন। 

আজ  একই দিনে শিলিগুড়িতে রাজনৈতিক কর্মসূচীর অঙ্গ হিসেবে উত্তরকন্যা অভিযানে নামছে বিজেপি।  রাজ্য পরিচালনায় তৃণমূল পরিচালিত সরকার চূড়ান্ত ব্যর্থ, এই দাবী তুলে আজ উত্তরকন্যা ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। ফুলবাড়ী , জলপাই মোড় ও শহরের অন্যান্য  জায়গা থেকে একের পর এক মিছিল এসে উত্তরকন্যা  ঘেরাও করার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা এবং উত্তরবঙ্গের তাবড় নেতারা অংশ নেবেন এই অভিযানে। 

আজ খড়্গপুরে বিজেপি শহীদ তর্পন  অনুষ্ঠানে  আয়োজন করেছে। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এখনও পর্যন্ত বিজেপির যে সব কর্মী ও সমর্থকেরা প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের নামে তর্পন করবে বিজেপি। এই অনুষ্ঠানের নেতৃত্ব দিতে ডাকা হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। 


Loading

Leave a Comment