দেওঘরেরপথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী

বাবাধাম যাওয়ার পথে সাতসকালে দুর্ঘটনার কবলে পূর্ণ্যার্থীদের গাড়ি। দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে সজরে ধাক্কা পূর্ণ্যার্থীদের ছোট গাড়ির। দুর্ঘটনায় গুরুতর জখম চালক সহ মোট চারজন।
বৃহস্পতিবার সকাল ৮৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮ এ। জানা গিয়েছে, পূর্ণ্যার্থীদের ছোট গাড়িটি গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ি হয়ে বাবাধামের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি।
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় ছোটো গাড়িটির সামনের অংশ। আহত হন ছোটো গাড়ির চালক সহ চারজন। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্ৰস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
![]()