কলেজের ইউনিয়ন রুমে গা টেপানোর অভিযোগ

ইউনিয়ন রুমে মদ্যপান, নেশা, অশ্লীলতার পর এবার গা টেপানোর অভিযোগ।

আজ খবর (বাংলা), [রাজ্য] কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, ১২/০৭/২০২৫ : মহা বিদ্যালয় বা কলেজের ইউনিয়ন রুমে শুয়ে গা টেপানোর ভিডিও ভাইরাল হয়েছে।

সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভিতরে গা টেপার ভিডিও ভাইরাল হল। তবে এই ভিডিও নিয়ে আজ খবর সততা যাচাই করে নি।

এদিকে এই ভিডিওকে কেন্দ্র বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে, তাঁরা এই কলেজের ছাত্র নয়। তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকল। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করত ও আড্ডা মারত।

Loading

Leave a Comment