মিড ডে মিলের লোভে এসে স্কুলই ভাঙলো হাতির দল

হাতির দলের তাণ্ডবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলটির। এখনই সরানো না গেলে বিপদ বাড়বে পড়ুয়াদের।

আজ খবর (বাংলা) [রাজ্য] ধূপগুড়ি, জলপাইগুড়ি, ১১/০৭/২০২৫ : মিডডে মিলের লোভে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল ধুপগুড়ি ব্লকের পূর্ব দুরামারিতে খুট্টিমারি ফরেস্ট ভিলেজ প্রাথমিক বিদ্যালয়।

এএ ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, রাত দশটা নাগাদ পার্শ্ববর্তী খুট্টিমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেড়িয়ে এসে ঐ স্কুলের সামনে চলে আসে। এসেই হাতিটি স্কুলের দেওয়াল ভেঙ্গে দেয়। দেওয়াল ভেঙ্গে স্কুলে মজুত রাখা চাল ডাল খেয়ে সব নষ্ট করে রাত এগারোটা নাগাদ ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি।

শুক্রবার দুপুর একটা নাগাদ বনকর্মিঅনাকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত স্কুলটি পরিদর্শন করে যায়।

Loading

Leave a Comment