শুরু হয়ে গেল ভোটের আগে দলবদলের খেলা। শেষ পর্যন্ত কেকোথায় যায় সেটাই এখন দেখার।

আজ খবর (বাংলা), [রাজনীতি], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৭/০৭/২০২৫ : শমিক ভট্টাচার্যের কথাই কি সঠিক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে, যুব তৃনমূল ছেড়ে বড় যোগদান বিজেপিতে।
সামনেই ২০২৬ বিধানসভা ভোট। এরই মাঝে দলবদলের খেলা শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে। তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলো। রাজ্যের নতুন সভাপতির দায়িত্ব পেয়েই রাজ্যসভার সাংসদ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবী করেছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই পরপারে চলে যাবে শাসক তৃণমুল কংগ্রেস দল।
রবিবার রাতে যেন সেই চিত্র ফুটে উঠল । জলপাইগুড়ি সদর বিধানসভার মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফল্ডিং মোড় এলাকায় শতাধিক কর্মী তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করল জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতির হাত ধরে। বিভিন্ন দল থেকে প্রায় ২০০ কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি বিজেপি নেতৃত্বের।
![]()