ভারতীয় সেনা জওয়ানদের আত্মবলিদান ও স্বার্থত্যাগ গর্বিত করবে ১২০ বাহাদুর ছবিতে

আজ খবর (বাংলা), [বিনোদন],মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৮/২০২৫ : মুক্তি পেলো ‘১২০ বাহাদুর’ ছবিটির টিজার। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার।
প্রায় ৫ বছর পর ফের একবার সিলভার স্ক্রিনে দেখতে পাওয়া গেলো অভিনেতা ফারহান আখতারকে। ছবির নাম ১২০ বাহাদুর। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছে এই ছবিটি। যেখানে জওয়ান শয়তান সিং ভাট্টির ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার। মেজর শয়তান সিং ভাট্টি তাঁর বীরত্বের জন্যে ভারত সরকারের থেকে পেয়েছিলেন পরম বীর চক্র।
ছবি শুরুই হচ্ছে ভারত চীনের যুদ্ধের এক উত্তেজনাকর পরিস্থিতির মাঝে। যুদ্ধের প্রেক্ষাপট রেজাং লা. এই যুদ্ধে যে স্লোগানটি জনপ্রিয় হয়ে উঠেছিল তা হল “হম পিছে নেহি হঠেঙ্গে ” . ১২০ বাহাদুর যেন ভারতীয়দের ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক খন্ড গর্ব। গোটা ছবিটা তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। পুরো কাহিনীটাই আত্মত্যাগ আর বলিদানের। আর সেটাই একজন ভারতীয় হিসেবে গর্বিত হওয়ার মত বিষয়।
চলতি বছরের নভেম্বর মাস নাগাদ এই ছবিটি রিলিজ করা হবে বলে জানা গিয়েছে।
![]()