ফের দুই খিলাড়ি একসাথে, এক ফ্রেমে

আজ খবর (bangla), [বিনোদন] মুম্বই, মহারাষ্ট্র, ২৩/০৮/২০২৫ : দীর্ঘ ১৮ বছর পর নতুন সিনেমার সেটে অক্ষয় কুমারের সাথে দেখা হল সইফ আলি খানের। ওরা দুজনে মিলে হায়ওয়ান নামে নতুন ছবিতে অভিনয় করছেন।
দীর্ঘ ১৮ বছর পর একসাথে অভিনয় করছেন সইফ ও অক্ষয়। এর আগে অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন ওঁরা। থ্রিলার ধর্মী এই ছবির নির্দেশক প্রিয়দর্শন। হায়ওয়ান ছবিরশুটিং চলছে লন্ডনের লর্ডস স্টেডিয়ামে।
দুই খিলাড়ি এই ছবিতে অভিনয় করে বেশ উপভোগ করছেন। অক্ষয় বলেন, “আমরা সকলেই শয়তান। ওপরে সাধু, ভিতরে হায়ওয়ান।”
![]()