উপ রাষ্ট্রপতি পদের জন্যে এঁর নাম ঘোষণা করলো এন ডি এ

কে হতে চলেছে দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি?

সি পি রাধাকৃষ্ণন

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ১৭/০৮/২০২৫ : উপরাষ্ট্রপতি পদে বিজেপি তথা এন ডি এর প্রার্থী হিসেবে নাম উঠে এল সি পি রাধাকৃষ্ণনের নাম। এখনও পর্যন্ত বিরোধী দলগুলির পক্ষ থেকে কারোর নাম প্রকাশ করা হয় নি।

বর্ষাহিয়ান রাধাকৃষ্ণন তামিলনাড়ুর মানুষ, কোয়েম্বাটুরের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে তিনি রাজ্যপালের দায়িত্ব সামলেছেন বিহারে, পুদুচেরিতে আর বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কাজ করছেন।

অসুস্থতার কারণ দেখিয়ে কিছুদিন আগেই উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। এবার্বটাঁড় জায়গাতেই দেশ পেতে চলেছে নতুন উপ রাষ্ট্রপতি। আর কিছুক্ষন পরেই নাম ঘোষণা করা হবে দেশের নতুন উপ রাষ্ট্রপতির নাম।


Loading

Leave a Comment