মেট্রো প্রকল্প উদ্বোধন করে রাজনৈতিক আক্রমন মোদীর

আজ খবর (bangla), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৮/২০২৫ : কলকাতার দমদমে আজ মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসে রাজ্যের শাসক দলকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমজল কংগ্রেস ও কংগ্রেসকে বিঁধলেন একের পর এক অভিযোগের বাণে।
নরেন্দ্র মোদী আজ অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী দিনের পর দিন জেল খাটছেন। তাঁর বাড়ি থেকে কোমর শোনান নগদ টাকা উদ্ধার হয়েছে। আর এক মন্ত্রী রেশন চুরি করতোন। কোটি কোটিপতি সেই মন্ত্রীও জেল খাটছেন। এই ব্যক্তিদেরকে কি আর মন্ত্রীত্ব বজায় রাখর কোনো অধিকার আছে? মনে হয় নেই। আমরাও সংসদে সেই মর্মে আইন আনতে চলেছি।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন দেশের প্রথম শিল্প মন্ত্রী। তিনিই দেশের প্রথম শিল্পনীতি তৈরি করেছিলেন। এই অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকেই। তিনি ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন। অথচ কংগ্রেস কোনোদিন টানকে স্বীকৃতি দেয় নি সন্মান দেখায় নি।
মোদী বলেন, “পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস অপরাধ আর দুর্নীতির হলমার্ক লাগিয়ে নিয়েছে। এই দলটিকে সরিয়ে ফেলার সময় এসে গিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে বিকশিত বাংলা প্রকল্প গড়ে তুলবে। রেলের বাজের এই রাজ্যে তিনগুন বৃদ্ধি করা হয়েছে।”
![]()