শিক্ষক নিয়োগ দুর্নীতি : সিবিআই এর পর এবার ফের ইডির হাতে গ্রেপ্তার বিধায়ক জীবন সাহা

আজ খবর (বাংলা) [রাজ্য], বড়ঞা , মুর্শিদাবাদ, ২৫/০৮/২০২৫ : সোমবার শিক্ষক দুর্নীতিতে যুক্ত সন্দেহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করল তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন সাহাকে। মুর্শিদাবাদে তাঁর নিজের বাড়ি থেকেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।
সোমবার সকাল থেকেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি। এরপর সেখান থেকেই জীবন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে তিনি যুক্ত আছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জীবন সাহা, তানম্র এক আত্মীয় এবং এক সহযোগীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তাঁরা শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। শিক্ষক নিয়োগের ক্ষেতের বীরভূমের এক ব্যক্তির থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে জীবন সাহার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই ইডি আজ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। এই ব্যাপারে ইডি অবশ্য জীবন সাহার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে।
এর আগে সিবিআই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল, তাঁকে ধরতে গিয়ে জীবন সাহা পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন। এমনকি তাঁর দুটো মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন। মাসেই পুকুরের জল ৬৫ ঘন্টা ধরে ছেঁচে দুটি মোবাইলই উদ্ধার করেছিল সিবিআই। তাঁর বাড়ির বাগান থেকে মার্কশিট উদ্ধার করা হয়েছিল। শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগে আজ ইডির হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবন সাহা।
![]()