ট্রেন থেকে নামার সময় মহিলার হাত ধরে ফেলায় জুটল বেধড়ক মার

এ কোন সমাজে বাস করছি ? 

লাল গেঞ্জি পরিহিত ব্যক্তিকেই (বামদিকে) মারধরের অপরাধে গ্রেপ্তার করা হয় 

আজ খবর (বাংলা), [রাজ্য], ইছাপুর, উত্তর ২৪ পরগণা , ১৮/০৯/২০২৫ :  ট্রেন থেকে নামার সময় এক মহিলার হাত ধরে ফেলায় বেধড়ক মার খেতে হল  এক ভবঘুরেকে। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। গতকাল  রাতে ইছাপুর স্টেশনে একজন ভবঘুরে ইছাপুর স্টেশনে ট্রেন থেকে নামার সময় একজন মহিলাকে হাত ধরে ফেলে বলে অভিযোগ উঠেছে । এর পর ওই মহিলার স্বামী তার স্ত্রীকে হাত  ধরার অপরাধে  ওই ভবঘুর কে বেধড়ক মারধর করে ঐ  স্টেশনের মধ্যেই। প্ল্যাটফর্মে থাকা অন্যান্যরা কেউ কিছুই বলেন নি. বেধড়ক মার খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে ওই যুবক তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। 

ভবঘুরে এই ব্যক্তিকে মারধর করা হয়েছে

ওই অবস্থাতেই কিছুক্ষন প্ল্যাটফর্মে পড়ে  থাকে ঐ  ভবঘুরে যুবক. তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে । এরপর ঘটনাটিতে হস্তক্ষেপ করে জিআরপি (নৈহাটী)। ইছাপুর স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা মারধরের  প্রতিবাদ করে।  এক মহিলা ছুটে এসে তাকে বাঁচায়। ততক্ষনে ভবঘুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় জিআরপি তাকে হসপিটালে নিয়ে যায়। এভাবে মারধর করার অপরাধে শেষমেষ জি আর পি আটক করে ওই মহিলার  স্বামীকে।


আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment