স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়া ব্রিজ সেজে উঠলো ত্রিবর্ণে 

হাওড়া ব্রিজে স্বাধীনতার সাজ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ :  স্বাধীনতার চেতনাকে সম্মান জানাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট, কলকাতা (এসএমপি), কলকাতা — প্রাক্তন কলকাতা পোর্ট ট্রাস্ট — হাওড়া ব্রিজকে ত্রিবর্ণের আলোয় সজ্জিত করল। এই আয়োজন দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে।

হাওড়া ব্রিজ কলকাতার এক চিরন্তন প্রতীক। এটি বাণিজ্য ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ সেতু। ত্রিবর্ণে আলোকিত এই সেতু একতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি সকলকে মনে করিয়ে দিচ্ছে যে স্বাধীনতার চেতনা আজও দেশের অগ্রগতিকে পথ দেখায়।

এই উদ্যোগে এসএমপি কলকাতা দেশের গৌরবময় অতীতকে শ্রদ্ধা জানিয়েছে। পাশাপাশি, শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গড়ার অঙ্গীকারও পুনর্ব্যাক্ত করেছে।


Loading

Leave a Comment