হেলিকপ্টারও উদ্ধারকাজে যেতে পারছে না অকুস্থলে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল , ০৪/১১/২০২৫ : নেপালে শৃঙ্গ জয় করতে গিয়ে সাত পর্বতারোহীর তুষার সমাধি হয়েছে। আহত আরও ৪ জন. নিখোঁজ বেশ কয়েকজন।
মঙ্গলবার সকালে নেপালের দোলমা খাং এর ইয়ালুং রি (৬৩৩২ মিটার), পর্বতশৃঙ্গ জয় করতে গিয়ে অভেনসের কবলে পড়ে মারা যান সাত পর্বত আরোহী। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার পর্বতারোহী। পাশাপাশি আরও বেশ কয়েক জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না. তাঁরা সম্ভবত তুষার স্তুপে চাপা পড়ে রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধারকারী দল পাহাড়ের বিভিন্ন কোনায় খুঁজে বেড়াচ্ছে। সাহায্য নেওয়া হয়েছে উন্নত প্রযুক্তিরও. কিন্তু কাউকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায় নি.
তুষার ধ্বসে চাপা পড়ে আজ যে পর্বতারোহীদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে তিনজন আমেরিকান, একজন কানাডিয়ান, একজন ইতালি ও দুজন নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতদেহ হিমালয়ের উচ্চ শিখর থেকে নিচ্ছে নামিয়ে আনার জন্যে হেলিকপ্টার ব্যবহার করার চেষ্টা চালানো হয়েছে, বেশ কয়েকবার আকাশপথে রাউন্ড দিয়ে এসে হেলিকপ্টার এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে শুধুমাত্র খারাপ আবহাওয়ার জন্যে। আবহাওয়ার উন্নতি হলেই আজ ফের হেলিকপ্টার উড়িয়েই নিয়ে যাওয়া হবে দুর্ঘটনাস্থলের দিকে।
উল্লেখ্য, পূর্ব নেপালের দোলাখাং জেলার রোলওয়ালিং ভ্যালিতে অবস্থিত ইয়ালুং রি শৃঙ্গটি বেশ দুর্গম নয়। অনেকেই এখানে পর্বতাভিযানের প্রাথমিক অভিজ্ঞতা নিতে আসেন। ১৫ জন অভিযাত্রীদের এই দলটি সোমবার ভোর ৫টা নাগাদ শৃঙ্গের দিকে এগোতে শুরু করেছিল। কিন্তু বেশ ক্যাম্পের কাছেই সোমবার সকল সাড়ে আটটা নাগাদ এভেলেন্স নামে এবং অভিযানকে উড়িয়ে নিয়ে যায়. দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে উদ্ধারকারী আর একটি অভিযাত্রী দল রওনা হয়েছে।

![]()