সিকিম শিলিগুড়িতে এসে ব্যবসা করে যাচ্ছে : মমতা

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৬/২০২৫ : কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে পশ্চিমবঙ্গের বন্য পরিস্থিতিকে ফের একবার ‘ম্যান মেড’ আখ্যা দিলেন তিনি।
গতকাল থেকেই প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে উত্তরবঙ্গে। অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে পাহাড়ে। অনেকেই নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। পাহাড়ি নদীগুলি উপচে পড়েছে। সেতু ভেঙে পড়েছে। বন্যা পরিস্থিতি সর্বত্র। উত্তরবঙ্গে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। এই অবস্থায় উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এসে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করতে হবে তাঁকে।
কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে তিনি বলেন, “এটা ম্যান মেড বন্যা। বিহারে এবং উত্তরপ্রদেশে গঙ্গার নাব্যতা বাড়ানো হয় না। ড্রেজিং করা হয় না। ‘নমামি গঙ্গে’ প্রকল্পের টাকা কোথায় যায় কেউ জানে না। ডিভিসি প্রতি বছর আমাদের না জানিয়ে যত খুশি জল ছাড়ে, যার ফলে বন্যা হয়ে যায় দক্ষিণবঙ্গের গ্রামগুলিতে। প্রতি বছর ভুগতে হয় আমাদের। এ জন্য কেন্দ্র সরকার আমাদের একটুও সাহায্য করে না।”
মমতা বলেন, ” উত্তরবঙ্গে নদীগুলি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ভুটান জল ছাড়লে অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠবে। তিস্তা নদীর ওপর সিকিম সরকার ১৪টা হাইড্রেল প্রজেক্ট বানিয়ে রেখেছে। ওরা ওখান থেকে অর্থ রোজগার করে আর সেই অর্থ শিলিগুড়িতে এসে বিনিয়োগ করে আরও উপার্জন করে। আমাদের কাছে খবর আছে. এরপর ওরা জল ছাড়বে আর সমতল ভেসে যাবে। আসামও জল ছাড়লে ডুয়ার্সের অনেকটাই ভেসে যাবে। “
এদিন বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে নাগরাকাটা অঞ্চলে মানুষের পাশে দাঁড়াতে গেসে তাদের দুই নেতা সাংসদ খোঁজেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ আক্রান্ত হয়েছেন। রাজ্য সভাপতি স্বামীকে ঘোষের খোঁজ পাওয়া যাচ্ছে না. এদিকে আজ কেরালায় যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বসের। তিনি আজ তাঁর কেরালা সফর বাতিল করে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
![]()