মূলত সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেই এই অভিযান ভারতের

আজ খবর (বাংলা), [দেশ], , নতুন দিল্লী, ভারত,০২/১১/২০২৫ : ইসরোর সাফল্যে ফের নতুন পালখ জুড়ল ভারবর্ষের মহাকাশ গবেষণারমুকুটে। আজ ইসরো সাফল্যের সাথে দেশের সবচেয়ে ভারী মহাকাশ যান মহাকাশ তথা কক্ষপথে চালিত করেছে।
আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারত বিশেষ একটি মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। এই মহাকাশ যানের নাম সিএমএস ০৩, এর ওজন ৪৪০০ কিলোগ্রাম। এই মহাকাশ যানটিকে আজ উৎক্ষেপণ করেছে এলভিএম ৩ রকেট, কিছুদিন আগে যে রকেট চন্দ্র যানকে চাঁদের উদ্দেশ্যে পাঠিয়েছিল। আজ ছিল এই রকেটের পঞ্চম উৎক্ষেপণ।
আজ শ্রীহরি কোটা থেকে মহাকাশ যানের সফল উৎক্ষেপণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ইসরোর সাফল্য আমাদের বার বার গর্বিত করেছে। ইসরোর প্রত্যেককে শুভেচ্ছা জানাই। ইসরোর সাফল্য মহাকাশ গবেষণা জগতে দেশকে অনেকটাপথ এগিয়ে নিয়ে গিয়েছে। তাদের এই অসাধারণ সাফল্য দেশকে যেমন উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, তেমন অসংখ্য দেশবাসীকে আরও বেশি করে সুবিধা এনে দেবে।”
ভারতের নিক্ষেপ করা এই মহাকাশ যান দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে। বিশেষ করে সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলবে। এই কারনে এই মহাকাশ যানের সুবিধা সবচেয়ে বেশি পাবে দেশের নৌ বাহিনী।
![]()