স্লোগান আর পাল্টা স্লোগানে ফের মুলতুবি সংসদের উভয় কক্ষ 

SIR নিয়ে যতই বিতর্ক থাকে না কেন, সমাধান রয়েছে আলোচনাতেই,সংসদ মুলতুবি করে এর জট খুলবে  বলে মনে হয় না। 

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২৫ :  আজ ফের সংসদ অচল করে দিল বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের নিম্ন কক্ষ ও  রাজ্য সভা উভয় কক্ষই মুলতুবি হয়ে গেলো বিরোধীদের জোরালো স্লোগানে।  

গত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে শাসক দলের সাথে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদ রীতিমত অচল করে রেখেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের মধ্যেই তুমুল হট্টগোল চলছে, যার ফলে চেষ্টা করেও সংসদ চালানো যাচ্ছে না। আর এই কারণেই বার আর মুলতূবী করে দিতে হচ্ছে সংসদকে। 

বিতর্কের একেবারে শুরুতেই শাসকদল বিস্তারিত আলোচনাতে রাজি না থাকলেও পরবর্তীকালে এই নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নিতে চেয়েছে শাসক দল। . প্রথমে বিহার দিয়ে শুরু করে গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধনী করতে চায় নির্বাচন কমিশন। ২০০২ সালের পর থেকে দীর্ঘদিন ভোটার তালিকায় কোনোরকম সংশোধন করা হয় নি, তাই এবার গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধন চাইছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল পার্লামেন্টে, কিন্তু স্লোগান আর পাল্টা স্লোগানে  মুখর হয়ে ওঠে সংসদ। মুলতুবি করে দিতে হয় উভয় কক্ষ।

আপাতত মুলতুবি হয়ে গেলেও লোয়ার হাউস ফের বসবে ২৮ তারিখে সকাল ১১টার  সময়. রাজ্য সভাকেও মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেটিও আগামী সোমবার বসবে সকাল ১১টার  সময় বলে জানানো হয়েছে। 


Loading

Leave a Comment