এসআইআর মানে সংবিধান পর ভার , বাঁচাও আপনা পরিবার : শেহজাদ

আজ খবর (বাংলা) [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ০১/১১/২০২৫ : এসআইআর নিয়ে বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক হাত নিয়েছেন। তিনি আজ অভিযোগ করেছেন যে তৃণমূল এসআইআর এর নামে ভোটারদের উস্কানি দিচ্ছে।
গোটা দেশে ১২টি রাজ্যে শুরু হয়েছে এসআইআর-এর কার্যকলাপ। পশ্চিমবঙ্গেও এই বিষয়ক ট্রেনিং শুরু হয়েছে ‘বিএলও’দের নিয়ে। নির্বাচন কমিশনের হয়ে বিএলও হিসেবে আগামী ৪ তারিখ থেকে এই আধিকারিকরা কাজ শুরু করবেন পশ্চিমবঙ্গে। তাঁরা বাড়িতে বাড়িতে আসবেন দফায় দফায়। তারপর ভোটার তালিকায় সংযোজন এবং বিয়োজনের কাজ করবেন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে।
এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। বিজেপি বলছে “উত্তেজনা ছড়ানো কৃত্রিমভাবে শুরু করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস এমনভাবে উস্কানি দিচ্ছে যাতে এসআইআরকে এনআরসি হিসেবে দেখানো যায়। বিজেপির অভিযোগ তৃণমূল ইচ্ছে করেই মানুষকে বোঝাতে চাইছে যে এসআইআর এবং এনআরসি একই ব্যাপার।”
শাসক দলের বিভিন্ন নেতারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নির্বাচনের কাজে অংশ নেওয়া আধিকারিকদের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন হুমকি দিতে শুরু করেছেন বলেও অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল নেতাদের এই ধরনের আচরণে বেশ কিছুটা শঙ্কিত গ্রাম বাংলার সাধারণ মানুষ। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই কথাই আজ তুলে ধরেছেন, তিনি বলেছেন, “তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের বিরোধিতা না করে তাদের ভোট রক্ষার চেষ্টা করে চলেছে। তৃণমূল নেতা নির্বাচনী আধিকারিককে গাছে বেঁধে তার পিতৃপরিচয় জানতে চেয়েছে। তাদের বক্তব্য একটি সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে। এসআইআর মানে ওদের কাছে সংবিধান পর ভার, বাঁচাও আপনা পরিবার।”
![]()