আসামে কেন এসআইআর নয় ? প্রশ্ন উঠবেই

আজ খবর (বাংলা), [রাজনীতি] গুয়াহাটি, আসাম, ০৪/১১/২০২৫ : এসআইআর আসলে এনআরসির আর একটা রূপ. প্রকৃতপক্ষে দুটোই এক জিনিস। যা বিজেপি সরকার আসামে করাতে চাইছে না. অভিযোগ তৃণমূলের।
আসামের তৃণমূল কংগ্রেস সংসদ সুস্মিতা দেব এসআইআর নিয়ে সুর চড়ালেন বিজেপি সরকারের বিরুদ্ধে। সুস্মিতা দেব বলেন, “এসআইআর হল এনআরসির আর একটা রূপ, আসলে দুটোই এক. যেটা তেজস্বী যাদব, মমতা দিদি এবং খারগেজি বার বার বলে এসেছেন। এসআইআর বিজেপি শাসিত আসামে কেন হচ্ছে না ? এটাই তো স্বচরির বড় প্রমাণ যে এসআইআর এবং এনআরসি একই বস্তু। আসামে ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে ৩ কোটি মানুষ নিজেদের কাগজ দেখিয়েছে। যদি আসামেও এসআইআর হত তাহলে বিজেপিকে বলতে হাত এনআরসিতে আসামে এই সব মানুষের সাথে ঠিক কি হয়েছিল ? বেনারসি আসামে ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে।”
তৃণমূল সাংসদ বলেন, “যেহেতু এসআইআর এক ধরনের বেনারসি, আর আসামের মত রাজ্যে বেনারসি ব্যর্থ হয়েছে, তাই বিজেপি আসামে আর এসআইআর করাচ্ছে না. যদি করাতো তাহলে একগাদা বিরক্তিকর প্রশ্নের মুখে তাদের পড়তে হত. যেটা ওরা চায় নি. আসামে বিজেপি ক্ষমতায় থাকলেও এনআরসি কেন সমাপ্ত করা গেলো না ? যদি বেনারসি দিয়ে দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের চিহ্নিত করাটাই মুল্লখ্যে হয়ে থাকে তাহলে ক্ষমতায় থেকেও োর এই কাজটা শেষ করলো না কেন ? আমি জানতে চাইছি।”
![]()