এসআইআর চালু হতেই আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা : শুভেন্দু 

“এক ইঞ্চি জমিও ছাড়া  হবে না”

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ :  রাজ্যে এসআইআর নিয়েই বেশ কিছু অভিযোগ জানাতে আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এসআইআরের কাজ করতে গিয়ে কয়েকটি জায়গা থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে সমস্যার অভিযোগ আসছিল। এই নিয়ে রাজ্যের বিরোধ দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কোনো ভাবেই এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।” জন্মের শংসাপত্র নিয়ে বেশ কিছু অভিযোগ জানাতে আজ রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 

রাজ্যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।  এই ব্যাপারে তিনি রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়ে এসেছেন।  রাজ্যে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি একটি হেল্প লাইন নম্বর চালু করেছে জনসাধারণের জন্যে। আজ শুভেন্দু অধিকারী সেই খবরটিও দিলেন সাংবাদিকদের। 

এসআইআর এর কাজ রাজ্যে শুরু হতেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসতে  শুরু করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি এই অভিযোগ তুলে ধরেন রাজ্য নির্বাচন কমিশনের সামনে। 


Loading

Leave a Comment