সিঙ্গুরের সেই নার্সের দেহের ময়না তদন্ত করা হল এইমস হাসপাতালে 

রাজ্য সরকারি হাসপাতালের ওপর কোনোভাবেই ভরসা রাখতে পারলো না মৃতার পরিবার

আজ খবর (বাংলা), সিঙ্গুর,  হুগলি, ১৬/৮/২০২৫ :  সিঙ্গুরের একটি নার্সিং হোমে এক নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আজ কল্যাণীর এইমসে তাঁর পোস্ট মর্টেম করা হয়েছে। 

সিঙ্গুরের একটি নার্সিং হোমের  একটি ঘর থেকে ঐ  নার্সিং হোমেরই এক ২৪ বছর বয়সী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল।  দেহ উদ্ধার করার পর পুলিশ ঐ  ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি তদন্ত শুরু করেছে। মৃতের দেহটিকে ময়না তদন্তের জন্যে পাঠানোর ব্যবস্থা করতে গিয়ে ঐ  নার্সের পরিবার বাধা দেয়।  তাদের দাবী রাজ্য সরকার পরিচালিত কোনো হাসপাতালে নয়, বরং তাদের মেয়ের দেহের ময়না তদন্ত হোক কেন্দ্র সরকার পরিচালিত কোনো হাসপাতালে। শুধু তাই নয়, ময়না তদন্তের পুরোটাই ভিডিও তুলে রাখা হোক।

পরিবারের দাবীতে সায় দিয়ে কলকাতা মেডিকেল কলেজে নয়, কল্যাণী এইমস হাসপাতালে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্যে। আজ সেই হাসপাতালেই ঐ  নার্সের দেহের ময়না তদন্ত করা হয়েছে এবং পরিবারের কথা রেখেই পুরো ময়না তদন্ত ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে।  তদন্তকারী পুলিশ এই ময়না তদন্তের রিপোর্টের জন্যেই অপেক্ষা করছে। 

এদিকে নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবীতে পথে নেমে আন্দোলন করতে শুরু করেছে বিজেপি ও বাম সংগঠনগুলি।  এই রাজনৈতিক দলগুলি এবং ঐ  নার্সের পরিবার দাবী করেছে, ‘এটা  আত্মহত্যা নয়, এটা  খুনের ঘটনা। ঐ  নার্সকে মেরে ফেলা হয়েছিল এবং মেরে ফেলার আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া  উচিত’।  পুলিশ তদন্তে নেমে এখনও  পর্যন্ত ঐ  নার্সিং হোমের মালিক ও মৃত নার্সের প্রেমিককে গ্রেপ্তার করেছে। ঐ  প্রেমিকের সাথে বেশ কিছুদিন ধরেই সম্পর্কের অবসান হয়েছিল এবং তার জেরে অবসাদে ভুগছিলেন ঐ  নার্স বলে জানতে পেরেছে পুলিশ। গোটা ঘটনায় সিঙ্গুর অঞ্চলে উত্তেজনা রয়েছে। 


Loading

Leave a Comment