অতিবৃষ্টির কারণেই এবার সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে

আজ খবর (বাংলা), [দেশ], রিম্বি, সিকিম, ১২/০৯/২০২৫ : সিকিমেমধ্যরাত্রে পাহাড়ের উচ্চ অঞ্চল থেকে হঠাৎ ধ্বস নেমে মৃত্যু হয়েছে চারজনের, নিখোঁজ তিন জন।. ঘটনাটি ঘটেছে সিকিমের গিয়ালসিং জেলার আপার রিম্বিতে।
মধ্যরাত্রে আপার রিম্বি অঞ্চলে হঠাৎ করেই ধ্বস নামতে শুরু করে।. নিমেষে সেই ধ্বসের কবলে পড়েন গ্রামে থাকা মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।. এই ঘটনার সাথে সাথেই স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান। গ্রামবাসীরা স্থানীয় ক্যাম্পের এসএসবি কর্মী এবং পুলিশের সহায়তায় হিউম নদীর ওপর অস্থায়ী সেতু তৈরি করে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।.
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখান থেকেই গুরুতর আহত আরও দুই মহিলাকে উদ্ধার করা হয়।. দুজনকেই দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।. তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই মারা যান।. আর এক জনের অবস্থাও বেশ সঙ্কটজনক বলে জানানো হয়েছে সিকিমের হাসপাতালের তরফ থেকে।
ধ্বসের কবলে পড়ে ওই এলাকার তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। ঐ তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পে লোডার নিয়ে এসে পাথরের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ চলছে। অতিবৃষ্টির কারনে সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে।