শেষ চারে  পাকিস্তান, ফের মুখোমুখি ভারতের 

পাকিস্তান কি  বদলা নেবে ? নাকি ফের মার খেতে মাঠে নামবে ? সেটাই দেখার 

আজ খবর (বাংলা)  [খেলা], দুবাই, আরব  ১৮/০৯/২০২৫ :   আরব আমির শাহিকে হারিয়ে এশিয়াকাপের শেষ চারে জায়গা করে নিয়ে ফের ভারতের মুখোমুখি পাকিস্তান।

ফের একটা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব। গত ম্যাচে পাকিস্তানকে নিয়ে রীতিমত ছিনিমিনি খেলেছে টিম ইন্ডিয়া।  এবারেও কি তার পুনরাবৃত্তি হবে ? নাকি গতবারের হারের সুমধুর প্রতিশোধ নেবে পাকিস্তান ?  গতবারের খেলায় জিতে পাক ক্রিকেটারদের সাথে হাতও  মেলান  নি ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনা নিয়ে যথেষ্ট জল হলে হয়েছে। সেই অপমানের  বদলা নিতে ফের মাঠে   নামবেন পাক খেলোয়াড়রা ?  ২২ গজেই হবে মোকাবিলা ?

কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কি বলছে সেই কথা ?  বদলা নিতে গিয়ে ফের একবার ল্যাজে গোবরে হয়ে যাবে না তো পাকিস্তান ? গতকাল আরবের বিরুদ্ধে ১৪৬ রানে শেষ হয়ে গিয়েছিল পাক ইনিংস, আর সেই রান তুলতে গিয়ে ৯টি উইকেট খুইয়ে ফেলেছিল পাকিস্তানের ক্রিকেট দল।  এই ব্যাটিং লাইন আপ কি শুধু  ভোকাল টনিকের জেরে রুখে দাঁড়াতে পারবে বুমরা, হার্দিক- বরুণদের ? এখন সেটাই দেখার। আগামী ২১শে  সেপ্টেম্বর পাকিস্তান মুখোমুখি হতে  চলেছে ভারতের।  পাকিস্তানের কাছে ম্যাচটা হবে বেশ চাপের, ভারত বেশ রিল্যাক্সড।


আজ খবর নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment