সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী  রানী মুখার্জি 

এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ 

শাহরুখ খান

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই , মহারাষ্ট্র, ০৪/০৮/২০২৫ :  ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড পেলেন সুপারস্টার শাহরুখ খান। এই প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার ঝুলিতে পুরে খুশিতে মশগুল শাহরুখ নিজে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁরা,  তাঁদের সকলকেই রিটুইট করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

‘জওয়ান’ মুভির জন্যে ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড দেওয়া হয়েছে শাহরুখ খানকে। এই ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনয়ের জন্যেই তাঁকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। বলিউডে তাঁর কেটে গিয়েছে অনেকগুলি বছর কিন্তু এই প্রথমবার তিনি জাতীয় পুরস্কার পেলেন, আর তাই একটু বেশিই আপ্লুত হয়ে  উঠেছেন কিং খান।  

জাতীয় পুরস্কার পাওয়ার জন্যে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন মোহনলাল , অভিনেত্রী জুহি চাওলা, আল্লু অর্জুন সহ আরও অনেক সেলেব্রিটি। প্রত্যেককেই রিটুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শাহরুখ। রসিকতা করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। শাহরুখ  বর্ষীয়ান অভিনেতা কমল হাসান এবং লিজেন্ড সুরকার  এ আর রহমানকেও  ধন্যবাদ জানিয়েছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস’ নরওয়ে’ ছবির জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। শাহরুখ আর রানী একে  অপরের বেশ ভালো বন্ধু, তাই ওঁরাও দুজনে দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন জাতীয় পুরস্কার পেয়েছেন করন জোহরও. তিনি পেয়েছেন ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবির জন্যে। 


Loading

Leave a Comment