সেনা জওয়ানের চরিত্রে দাবাং সলমন 

চিত্রাঙ্গদার ভূয়সী প্রশংসা করেছেন নির্দেশক 

আজ খবর ( বাংলা),  [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৯/০৯/২০২৫ :  এবার একজন সেনা জওয়ানের ভূমিকায় দেখতে পাওয়া যাবে দাবাং সলমন খানকে। নতুন ছবির শ্যুটিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন নিজেই। 

অপূর্ব লেখীয়ার  নির্দেশনায় নতুন ছবিতে অভিনয় করছেন সল্লু মিঞা।  নতুন এই ছবির নাম ‘”ব্যাটল অফ গালওয়ান”।  ২০২০ সালে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিয়ে চীনের যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষাপটেই ছবিটি তৈরি করা হচ্ছে। ভারত ও চীনের সেই সংঘাতে মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল এবং প্রচুর চীনা  সৈনিকের মৃত্যু হয়েছিল। চীন অবশ্য তাদের দেশের মৃত সৈনিকদের সংখ্যা প্রকাশ করতে পারে নি. ঐ  ঘটনায় দুই দেশের  বেশ কিছু জওয়ান আহতও হয়েছিলেন। 

ব্যাটল অফ গালওয়ান এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান। তাঁর বিপৰীতে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। জুলাই মাসের প্রথম সপ্তাহেই অবশ্য এই ছবি সম্বন্ধে  সমাজ মাধ্যমে কিছুটা আভাস দিয়েছিলেন সলমন খান। এবার তাঁর ছবিই প্রকাশ্যে এসে গেলো।


Loading

Leave a Comment