শেখ হাসিনার অজ্ঞাতবাসের এক বছর পার, কি ভাবছেন নেত্রী !

বাংলাদেশে ফেরার্কি মরিয়া পরিকল্পনা করছেন তিনি ? সেটাই দেখার 

শেখ হাসিনা

আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত  ০৫/০৮/২০২৫ : বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূরণ হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।  গত বছর আজকের দিনেই ঢাকা ছেড়ে তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং নতুন দিল্লীতে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে তিনি এখানেই আছেন। 

মধ্য দিল্লীর একটি বাড়িতে তিনি বসবাস করেন, তবে তাঁর সম্বন্ধে বিস্তারিত কোনো তথ্য জানাতে আগ্রহী নয় ভারতের বিদেশ মন্ত্রক। তিনি দিল্লীর ঐ  বাড়ি থেকেই তাঁর দল আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে চলেন, এমনকি গোটা পৃথিবীর সাথেও যোগাযোগ রেখে চলেন।  বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই গুরুত্ব না হারায় তার জন্যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে তাঁকে সেভাবে আর সক্রিয় থাকতে দেখা যাচ্ছে না। সেটাও অবশ্য ভারতীয় পরামর্শের কারনে হলেও হয়ে থাকতে পারে।  কেননা বর্তমানে প্রতিবেশী দেশ হিসেবে ইউনুস সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক আগের চেয়ে একটু হলেও ভালো জায়গায় যাচ্ছে। 

গত ২৩শে  জুলাই আওয়ামী লীগের কয়েকজন দিল্লীতে সাংবাদিক সম্মেলন করবেন বলে কথা হয়েছিল, কিন্তু তাঁদেরকেও আর সাংবাদিক বৈঠক করতে দেখা যায় নি। শেখ হাসিনা ইতিমধ্যেই আওয়ামী লীগের কয়েকটি কার্যক্রমে বাংলাদেশে অডিওবার্তা পাঠিয়ে অংশগ্রহণ করেছিলেন। ঢাকায় আওয়ামী লীগের একটি জনসভায় তিনি ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন। কিন্তু তার পরেই বেশ কিছু উত্তপ্ত মানুষ মুজিবর রহমানের বাড়ি পুড়িয়ে দিয়েছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ শেখ হাসিনা বলেছিলেন, “কোনো ভবন বা সৌধ পুড়িয়ে দিলেও তার ইতিহাসকে মুছে ফেলা যায় না।”

আগামী বছরে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। তার আগেই অবশ্য ইউনুস সরকার আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াতে পারে, শেখ হাসিনার ভবিষ্যৎই  বা কি ? তবে সম্ভবত বসে নেই নেত্রী।বাংলাদেশে ফেরার কি মরিয়া প্রচেষ্টা চালাবেন তিনি ? সেটাই এখন দেখার !

 


Loading

Leave a Comment