সেদিন পুলিশ যে কান্ডজ্ঞানহীন কাজটা করেছিল, তার জন্যে রাজ্যব্যাপী সমালোচনায় পড়তে হচ্ছে পুলিশকে

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৮/২০২৫ : মেয়ের রহস্য মৃত্যুর এক বছর পর বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে মার্ খেতে হয়েছে অভয়ার মা’কে। এমনটাই অভিযোগ তুলেছেন অভয়ার বাবা।
এক বছর কেটে গিয়েছে, তা সত্বেও অভয়াকে কে বা কারা ধ*র্ষণ করে খু-ন করেছিল তা এখনো সামনে আসে নি বলে মনে করেন অভয়ার বাবা মা। মেয়ের রহস্যমৃত্যুর এক বছর পর তার বিচার চেয়ে রাজপথে নেমে আন্দোলন সংগঠিত করে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। বিজেপি সহ অসংখ্য সাধারণ মানুষ তাঁদের এই নবান্ন অভিযানকে সমর্থন করেছিল। গত ৯ তারিখে প্রচুর মানুষ ঐ মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
সেদিন আদালতের নির্দেশ নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করে যেতে দেয়নি পুলিশ । ব্যারিকেড করে তাঁদের পথ আগলে দাঁড়িয়েছিল। এরপর শুরু হয়েছিল তর্কাতর্কি, বচসা, ধ্বস্তাধস্তি, লাঠিচার্জ ইত্যাদি।পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন অভয়ার মা। তাঁর মাথায় আঘাত করা হয়েছিল, তাঁর হাতের শাঁখাও ভেঙে দেওয়া হয়েছিল। অভয়ার বাবা বলেছেন, “সেদিন কয়েকজন মহিলা পুলিশ কর্মী অভয়ার মা’কে মিছিল থেকে রাস্তার ধরে নিয়ে যান এবং লাঠি দিয়ে মারতে থাকেন । অভয়ার মা মাথায় চোট পেয়েছেন, মাথা ফুলে গিয়েছে । তাঁর হাতেও ব্যাথা ছিল. অভয়ার মা প্রতিজ্ঞা কোঁৎরেছেন, ‘তিনি ততদিন আর শাঁখা পড়বেন না, যতদিন না তিনি তাঁর মেয়ের বিচার পান। “
অভয়ার বাবা বলেন, “অভয়ার মা হাসপাতালে ভর্তি হন নি। তাঁকে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তাঁর চিকিৎসা করা হয়েছিল। তাঁকে কিছুক্ষন অব্জার্ভেশনে রাখা হয়েছিল। আমরা কারোর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাচ্ছি না। তবে গোটা ঘটনার কথা জানাবো আদালতে। সেখানেই সব কিছুর ফয়সালা হোক।” প্রসঙ্গত উল্লেখ্য, ৯ তারিখে আর্জি কর হাসপাতালে অভয়ার মা’কে দেখতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
![]()